আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি ঢলে ধলাই নদীর একাধিক প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে উপজেলার ৯টি ইউনিয়নের দেড় শতাধিক গ্রামের ৫০ হাজারে বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছ। সড়ক পথে অনেক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) রাত থেকে বন্যাকবলিত মানুষজন আতঙ্কে রয়েছেন। অনেকেই নিরাপদ আশ্রয়ে ছুটে গেছেন। জানা যায়, কমলগঞ্জ টু আদমপুর, ভানুগাছ টু মাধবপুর, শমসেরনগর টু কমলগঞ্জ ও মৌলভীবাজার টু শমসেরনগর প্রধান সড়কে পানি উঠেছে। ফলে এসব এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এদিকে বুধবারও (২১ আগস্ট) দিনব্যাপী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে বলে প্রশাসন ধারণা করছে।
তা ছাড়া বাড়িঘরে পানি ওঠায় অনেক পরিবারে শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে।
এদিকে বুধবার দিনব্যাপী ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার উনার ব্যক্তিগত পক্ষ থেকে ইউনিয়নের ৫নং ওয়ার্ডসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এবং নৌকা দিয়ে পানি বন্ধি মানুষদের উদ্বার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন জানান, উপজেলার ৯টি ইউনিয়নই বন্যায় আক্রান্ত। শুকনো খাবার ও ত্রাণের বিষয়টি জেলায় জানানাে হয়েছে। তিনি সবাইকে এ পরিস্থিতিকে মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply