নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী মৌলভীবাজারে নানা কর্মসূচির মদধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে সম্প্রতি বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, ছাত্রজনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১ সেপ্টেম্বর রবিবার, বাদ যোহর পশ্চিমবাজার জামে মসজিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার জেলা শাখা এসব আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মো: ফয়জুল করিম ময়ুন, মোয়াজ্জেম হোসেন মাতুক, হেলু মিয়া, আশিক মোশারফ, এম এ মুকিত, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম সহ অন্যান্যরা। পরে মসজিদ প্রাঙ্গনে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে মৌলভীবাজার শহরের চৌমুহনাস্থ দেওয়ানী জামে মসজিদ-এ বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান, জেলা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান সহ জেলা থানা পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply