মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টায় উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল চৌমুহনী এলাকার একটি ঘর থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, যোগীবিল চৌমুহনী এলাকার একটি ঘরে নিয়মিত জুয়ার আসর বসার গোপন সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১৩০ টাকা জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন, আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের মৃত উসমান উল্ল্যার ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারিছ মিয়া, মৃত আব্দুল হাসিমের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, মৃত তৈমুছ মিয়ার ছেলে সামছু মিয়া, মৃত আলতাফ হোসেনের ছেলে বিএনপি নেতা ইকবাল হোসেন, পৌর এলাকার গোপালনগর গ্রামের আব্দুল কাদিরের ছেলে মিলন মিয়া।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply