কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে এক কলেজ ছাত্রী রহস্যজনকভাবে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার ২৫ নভেম্বর বিকাল ৩ টায় নিজ বাড়িতে বিষপান করলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শিংরাউলী গ্রামের সৈয়দ কুতুব উদ্দীনের কন্যা কলেজ ছাত্রী শারমিন নাহার ডলি (২২) বুধবার বিকালে রহস্যজনক কারনে বিষপান করে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর সন্ধ্যায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শারমিন নাহার ডলি মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী।
শমশেরনগর ইউপি সদস্য শেখ রায়হান ফারুক কলেজ ছাত্রীর আত্মহত্যা নিশ্চিত করে বলেন, নিহত শারমিনের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হবে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে নিহত লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।