আসিফ আসনুন
বর্তমানে পৃথিবীর অন্যতম প্রধাণ বিনোদনের মাধ্যম হচ্ছে সিনেমা বা ভিডিওচিত্র। যুগে যুগে মানুষ আবিষ্কার করেছেন অনেক কিছুই তার মধ্যে সিনেমা অন্যতম। সিনেমা শব্দটি মূলত গ্রিক শব্দ কি-নেমা থেকে এসেছে যার অর্থ হচ্ছে নড়া চড়া করা। আবার আমরা যে আমাদের দেশে চলচিত্র বলে থাকি এটিও চলমান দৃশ্য বন্দি বোঝায়। সিনেমা হচ্ছে সম্পূর্ণ দলগত একটি কাজ তবে এক্ষেত্রে সিনেমা নির্মাতা বা ফিল্ম মেকার বা ডিরেক্টর বলতে যে মানুষটি থাকে তার কাজটিই প্রধান। একজন সিনেমা নির্মাতা সিনেমার প্রি-প্রোডাকশন হতে পোস্ট প্রোডাকশন পর্যন্ত সব দিকই দেখাশোনা করেন।
বর্তমানে অনেক মানুষ সিনেমার পেছনে দৌড়াচ্ছেন। কেউ হয়ত বা অভিনয়,কেউ সম্পাদনা, কেউ গায়ক, কেউ হয়তো গল্প-স্ক্রিপ্ট লেখক, কেউ সিনেমাটোগ্রাফার আবার কেউ সিনেমা নির্মাতা হতে চাচ্ছেন কারণ সৃষ্টিশীল প্রতিভা দেখানোর একটা মাধ্যম হচ্ছে সিনেমা তবে সিনেমা নির্মাতা হবার স্বপ্ন দেখতে হলে সিনেমাকে ভালোবাসতে হবে।
একজন মানুষ যে সিনেমা নির্মাতা হওয়ার স্বপ্ন দেখেন অবশ্যই তার মধ্যে প্যাশন কে প্রোফেশনে তৈরি করার মতো প্রতিভা থাকতে হবে আর প্রচুর দৌড়াতে হবে যতক্ষণ না লক্ষ পূরণ হচ্ছে। আমাদের দেশের চলচিত্রের সুদিন আনতে বর্তমান প্রজন্মই এগিয়ে আসবে।
বর্তমানে আমাদের দেশের সিনেমা সারা পৃথিবীর কাছে আমাদের উপস্থাপন করছে এবং তৈরী হচ্ছে তরুণ নির্মাতাদের জন্য অনেক প্লার্টফম। তবে শ্রেণী নির্বাচনের সাহায্যে ভালো সিনেমা বানিয়ে বাংলাদেশকে পৃথিবীর কাছে উপস্থাপন বলে মনে করেন কিছু তরুণ নির্মাতা রা।
জয় হোক বাংলা সিনেমার