তাড়াশ উপজেলা প্রতিনিধি ঃ সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিস্তার প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন ইউএনও মো: মেজবাউল করিম।
শনিবার (২৮নভেম্বর) সকালে উপজেলার পৌর শহরের হাসপাতাল গেট এলাকায় অভিযান পরচালনা করা হয়। এ সময় মাস্ক না ব্যবহার করায় সংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ৯টি মামলায় ৯জনকে মোট ৯০০ টাকা জরিমানা করা হয়।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম বলেন, যতক্ষণ বাইরে আছেন, অবশ্যই মাস্ক ব্যবহার করুন। মাস্ক না থাকলে তার কাছে কোনো দোকানদার কিছু বিক্রি করবেন না, কোনো অফিসে সেবা পাওয়া যাবে না। no marks no service.