গোলাম রাব্বি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করায় এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের জাহাঙ্গীরগাতি এলাকায়
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুল্লাহ।
তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুল্লাহ বলেন, অবৈধভাবে ফসলি জমিতে খনন করায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার ১৫(১) ধারায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, তাড়াশ উপজেলায় এক শ্রেণীর ভুমিগ্রাসী সরকারের কর্তাব্যক্তিদের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে গভীর রাতে অবৈধ ভাবে ফসলী জমি কেটে পুকুর খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যত্রতত্র ভাবে পুকুর খনন করায় জলাবদ্ধতার কারনে চলতি বছর কৃষক চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।