অগ্রযাত্রা ডেস্ক: বঙ্গবন্ধুর ভাস্কর্যকে যারা অবমাননা করেছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা জনগণের দাবি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
রবিবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় মন্ত্রী বলেন, জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য ভাস্কর্য নিয়ে বিরূপ বক্তব্য দেয়া হচ্ছে। এ সমস্ত বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
মন্ত্রী আরও বলেন, অপশক্তিদের অনুসারীরা নানা ধরনের ফতোয়া দিচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। ভাস্কর্য আর মূর্তিকে এক করে ফেলছে অপশক্তিরা। দেশে সাম্প্রদায়িক বিষ-বাষ্প ছড়াতে দেওয়া হবে না।