মোঃ কামাল হোসেন,
যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া পৌরসভার সীমান্তবর্তী গেট সংলগ্ন চেঙ্গুটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার হরিষপুর গ্রামের মৃত লোকমান মোল্লার ছেলে মোঃ নূর মিয়া (৬০) ও একই গ্রামের মোঃ আনোয়ার হোসেন (৬০) সড়ক দুর্ঘটনায় আহত হয় বলে জানা গেছে।
এদিকে হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া পৌরসভার সীমান্তবর্তী গেট সংলগ্ন চেঙ্গুটিয়া এলাকায় খুলনা থেকে যাওয়ার পথে কুষ্টিয়া-ট ১১-২২২৯ নম্বরের ট্রাকটি, ভ্যান চালক নূর মিয়ার ভ্যানে সজোড়ে ধাক্কা দিলে মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
এসময় স্থানীয়দের সহযোগিতায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ব্যক্তিদের খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।