সভাপতি জ্ঞানেন্দ্র নাথ বসাক-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
গোলাম রাব্বি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৮নং দেশীগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৮নং দেশীগ্রাম ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হলো। ১১ই ডিসেম্বর (শুক্রবার )সকালে উপজেলার ৮নং দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা কেয়ার উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে কাউন্সিলের ১ম অধিবেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ এমপি ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সন্জিত কর্মকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রজত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম সহ অারো অনেকেই।
এছাড়া বিকালে ২য় অধিবেশনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এবং নির্বাচন শেষে ফলাফলে ৮ নং দেশীগ্রাম ইউনিয়নে জ্ঞানেন্দ্রনাথ বসাক সভাপতি ও নজরুল ইসলাম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন।
উক্ত কাউন্সিলের ফলাফল : মোট ভোট ২২৬
সভাপতি পদে জ্ঞানেন্দ্রনাথ বসাক১৬৯ ভোট , আব্দুল রাজ্জাক ৫৭ভোট এছাড়া সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম ১৬৩ভোট আব্দুল কুদ্দুস ৫৬ভোট এবং বজলুর ৭ভোট পান।