গোলাম রাব্বি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৭নং মাধাইনগর ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৭নং মাধাইনগর ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হলো। ১২ই ডিসেম্বর (শনিবার )সকালে উপজেলার ৭নং মাধাইনগর ইউনিয়নের পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিত্বে কাউন্সিলের ১ম অধিবেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ এমপি ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সন্জিত কর্মকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক,রায়গন্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রিদয়, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রজত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম সহ অারো অনেকেই।
এছাড়া বিকালে ২য় অধিবেশনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এবং নির্বাচন শেষে ফলাফলে ৭নং মাধাইনগর ইউনিয়নে সভাপতি পদে হাবিবুর রহমান হাবিব ও সাধারন সম্পাদক পদে সোহরাওয়ার্দী হোসেন নির্বাচিত হন।
উক্ত কাউন্সিলের ফলাফল : মোট ভোট ১৭৮
সভাপতি পদে হাবিবুর রহমান হাবিব ৮১ভোট,মনছুর রহমান ৬৯ভোট,আব্দুস ছাত্তার মন্ডল২৮ভোট এছাড়া সাধারণ সম্পাদক পদে সোহরাওয়ার্দী হোসেন ৭৭ভোট, ছানোয়ার হোসেন ৬৫ভোট এবং আব্দুল হান্নান সরকার৩৫ ভোট পান এবং নষ্ট ১ভোট।