গোলাম রাব্বি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ :
চলনবিল এলাকা জুড়ে সরিষার ক্ষেত হলুদ ফুলে ছেয়ে গেছে। কৃষকরা রাতদিন কাজ করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও। কিন্তুু পুকুর খনন করার ফলে সিরাজগঞ্জের তাড়াশে এ বছর সরিষা আবাদ কিছুটা কম হয়েছে। কারন মাঠ থেকে পানি নামতে দেরি হওয়ায় ও কোন কোন মাঠে জলাবদ্ধতার জন্য জমির জোয়ার আসতে দেরি হয়েছে।
এ বছর চলনবিলের উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, শাহজাদপুরসহ উপজেলার মাঠে মাঠে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। অন্য বছরের তুলনায় এ বছর সরিষা আবাদে তেমন কোনো পোকার আক্রমণ না থাকায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। তুলনামূলক এ বছর সরিষার আবাদ অনেক ভালো হয়েছে।
তাছাড়া সময়মত সার-কীটনাশক ব্যবহারের কারণে সরিষার আবাদ করতে কৃষকের কোনো প্রকার বেগ পেতে হচ্ছে না। তবে এ বছর তাড়াশ ও নাটোর উপজেলায় গত বছরের তুলনায় সরিষা আবাদ অনেকটা পিছিয়ে পড়েছে। এছাড়া তুলনামূলক কম আবাদ হয়েছে।
অনেক কৃষক জানান, উপজেলা কৃষি অফিসে লোকজন নিজে মাঠে গিয়ে কৃষকের সঙ্গে মতবিনিময় করেছেন।
তাড়াশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলনবিলে ৫ দফা বন্যার পানি আসায় মাঠে থেকে পানি নামতে দেরি হয়েছে। আবার মাঠের মধ্যে জলাবদ্ধতার কারণেই অনেকেই সরিষা বিজ ফেলতে পারেননি। তাই এ বছর সরিষা আবাদ কম হয়েছে। যা গতবারের তুলনায় কম। এ বছর এ উপজেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩শত ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে।