গোলাম রাব্বি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের চলন বিলে তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় দিনভর কুয়াশার চাদরে ঢাকা ও হালকা ঠান্ডা বাতাস বইছে। কুয়াশাজনিত কারণে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে যানবাহন হেডলাইট জালিয়ে চলাচল করছে।
সোমবার সকালে ঘনকুয়াশায় অনেককে আগুন দিয়ে তাপ নিতে দেখা যায়। স্থানীয় হাট-বাজারে শীতবস্ত্র ও পুরাতন কাপড় কেনারও হিড়িক পড়েছে। তবে আর্থিক সংকটের কারণে দিনমজুর ও অসহায় পরিবারের লোকজন এই শীতবস্ত্র ক্রয় করতে পারছে না।
সন্ধ্যার পরেই উপজেলা শহরগুলোতে জনসমাগম কমে যায়। তবে উপজেলা প্রশাসন অনেক গরিব ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করতে দেখা গেছে।
উপজেলার সদর ইউনিয়নের মাধবপুর গ্রামের সাহাবী হোসেন জানান, কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের কষ্ট বেশি হচ্ছে।
ঘনকুয়াশা ও তীব্র শীতে কাজ করতে পারছেন না।