তাড়াশ উপজেলা প্রতিনিধি :বাংলাদেশ অসহায় কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রাব্বি ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ অসহায় কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্য সহ তার নিজ জম্ম স্হান ৬৪সিরাজগঞ্জ -৩(তাড়াশ, রায়গন্জ ও সলঙ্গা )আসনের সকল জনগন তথা সারা দেশের মানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
বাংলাদেশ অসহায় কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রাব্বি বলেন, আমি এইদিনটিতে শ্রদ্ধাবনতচিত্রে
স্বরন করছি সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
গভীর শ্রদ্ধায় স্বরন করছি মুক্তিযোদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদের, যাদের সর্বোচ্চ ত্যাগে অর্জিত বাংলার স্বাধীনতা। আমি কৃতজ্ঞতার সহিত স্বরন করছি জাতীয় চার নেতাকে যারা বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধ চলাকালিন সরকারের নেতৃত্ব দিয়েছিলেন।
আমি শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক ও সমর্থন কারি বিদেশি বন্ধু ,যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের জনগণকে যারা আমাদের বিজয় অর্জনে প্রতক্ষ্য ও প্ররক্ষ্য ভাবে অবদান রেখেছেন।
জাতি তাদের শ্রদ্ধা ভরে স্বরন করে।
বাংলাদেশ অসহায় কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রাব্বি আরো বলেন মুক্তিযোদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান হতে সবাইকে আরো বেশি অবদান রাখতে হবে।
বাঙালি জাতির জনকের আর্দশকে সবার মধ্যে ধারণ লালন ও পালনের মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাই সমৃদ্ধির পথে গড়ে তুলি স্বপ্নের "সোনার বাংলা " এই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন
জয় বাংলা বাংলাদেশ চিরন্জীবী হোক।