অগ্রযাত্রা সংবাদঃ মৌলভীবাজারে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।
বুধবার ( ১৬ ডিসেম্বর) সূর্য দয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,সংরক্ষতি আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাহুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, জেলা তথ্য অফিসার আবুস ছত্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত,অনলাইন প্রেসক্লাবসহমুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন,জেলা পরিষদ,পৌরসভা,উপজেলা পরিষদ,মৌলভীবাজার প্রেসক্লাব,আওয়ামীলীগসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্টান,রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষর্থীরা।
এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতিসৌধ প্রাঙ্গনে।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন।