অগ্রযাত্রা সংবাদ : মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে মুজিববর্ষে মৌলভীবাজার জেলার সকল গৃহহীনকে গৃহ প্রদানের নিমিত্ত নির্মাণাধীন গৃহের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করতে মৌলভীবাজার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নেছার আহমদ এবং জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান আজ ২২ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকার দিকে মৌলভীবাজার সদর উপজেলায় গৃহনির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় মাননীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসক গৃহ নির্মাণ কাজের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং মাননীয় সংসদ সদস্য নির্মাণাধীন গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।