মৌলভীবাজার প্রতিনিধি: এমন বিরল ও দু:সাহসিক ঘটনা নিয়ে এলাকা জুড়ে তোলপাড়। জীবন মরণের খেলায় মেতে উঠা কিশোর প্রেমিক যুগলের অদ্ভুত ও ভয়ঙ্কর কান্ডে হতবাক অভিভাবক মহল। লোকমুখে চাউর হওয়া ওই ঘটনা দিনভর তার আদ্যোপ্রান্ত ছিলো এলাকাবাসীর মুখে মুখে। জানা যায় প্রেমিকাকে নিয়ে পাহাড়ের ঘুরতে গিয়েছিল ওই প্রেমিক। সেখানে রাতে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। আর রাতভর সেই লাশ পাহারা দেয় প্রেমিকা। অদ্ভুত ও ভয়ঙ্কর ওই ঘটনাটি ঘটেছে জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের এওলাছড়া পানপুঞ্জির পাশে নোম্যান্সল্যান্ড জঙ্গলে। শনিবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানান শুক্রবার রাতে পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের সিন্ধু মালাকারের ছেলে শিপন মালাকার (১৮) তার প্রেমিকাকে নিয়ে এওলাছড়া পানপুঞ্জির জঙ্গলে ঘুরতে যায়। ঘুরাঘুরির এক পর্যায়ে রাত আনুমানিক ৩ টার দিকে পরনের গেঞ্জি দিয়ে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সারারাত লাশের পাশেই বসে ছিলো সাথে থাকা তার প্রেমিকা। সকালে ঘটনাটি অভিভাবকদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের সিন্ধু মালাকারের ছেলে শিপন মালাকার (১৮) আর তার প্রেমিকা একই ইউনিয়নে কানিকিয়ারি গ্রামের মাহমুদ আলীর মেয়ে আলী আমজদ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী এনি আক্তারকে (১৪) নিয়ে এওলাছড়া পানপুঞ্জির জঙ্গলে ঘুরার নামকরে ওই জঙ্গল দিয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্ঠা করেছিলো। কিন্তু তা ব্যর্থ হওয়ায় প্রেমিক উপায়ান্তু না দেখে আত্মহত্যার পথ বেঁচে নেয় বলে তাদের ধারণা। ওই কিশোরী প্রেমিকা এনি আক্তার জানান শুক্রবার বিকেলে শিপন তাকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর রাতে এওলাছড়া পানপুঞ্জির গহীন জঙ্গলে অবস্থান করেন। একপর্যায়ে রাত প্রায় ২টায় শিপনের কাছ থেকে পাহাড়ের নিচে সে ছিটকে পড়ে যায়। তখন থেকে প্রায় তিন ঘন্টা সে অজ্ঞান ছিলো। ভোরে শিপনকে অনেক খোঁজাখুঁজি করে সকালে তার পরনের গেঞ্জি দিয়ে গাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। এসময় ঘটনাস্থলে সে নিজেই লাশ পাহারা দেয়। সে জানায় তাদের প্রেমের সম্পর্ক দুই বছরের। কুলাউড়া থানার এসআই মাহসীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের সিন্ধু মালাকারের ছেলে শিপন মালাকার (১৮) তার প্রেমিকাকে নিয়ে এওলাছড়া পানপুঞ্জির জঙ্গলে ঘুরতে যায়। তিনি জানান ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের পাশে পাহারারত অবস্থায় এনি আক্তার নামের এক কিশোরীকে পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটি প্রেমঘটিত কারণেই প্রেমিক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান লাশ উদ্ধারের সময় ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।