অগ্রযাত্রা সংবাদঃ দাফন-কাপন করলো ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার।
ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের ২৬তম দাফন! গত ২৯ ডিসেম্বর রোজ মঙ্গলবার মৌলভীবাজার জেলার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের খোজারগাও গ্রামের খলিল মিয়া(২৩) পিতাঃ জয়নাল মিয়া রাত ১০.২০ মিনিটের সময় মৌলভীবাজার হাসপাতাল থেকে সিলেট নেওয়ার পথে এম্বুলেন্সে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পৌছলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়া এর সাথে মৃতব্যক্তির পরিবারের লোকজন যোগাযোগ করলে তিনি তার সদস্যদের নিয়ে দাফন-কাপনে যান। মৌলভীবাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তার অবগতিতে দাফন-কাপন সম্পন্ন হয়। জাানাযার নামাজ ২নং ওয়ার্ডের মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে, ৩০ ডিসেম্বর রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময়, ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়ার ইমামতিতে আদায় করা হয় । ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সদস্যদের মধ্যে হিফজুর রহমান, আঃরুপ, কামাল মিয়া, এবং হাবিবুর রহমান দাফন-কাপনে অংশগ্রহণ করেন।উল্যেখঃ এটা ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের ২৬ তম দাফন-কাফন। মৌলভীবাজার সদরে আজসহ ১০টি, শ্রীমঙ্গল উপজেলায় ৮টি, রাজনগরে ৩টি, জুড়ী উপজেলায় ২ টি এবং কুলাউড়া উপজেলায় ১ টি, বড়লেখা উপজেলায় ১ টি, এবং কমলগঞ্জ উপজেলায় ১ টি দাফন-কাফনে অংশগ্রহণ করে।