অগ্রযাত্রা সংবাদঃ পর্যটন নগরী শ্রীমঙ্গল থেকে কক্সবাজার পর্যন্ত নতুন বাস সার্ভিস চালু করেছে শ্যামলী পরিবহন।শুক্রবার (১ জানুয়ারি) রাত সাড়ে দশটায় নতুন এই রুটের গাড়ীর চলাচল উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির।এ সময় প্রথম যাত্রায় ভ্রমণ করা যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার আরিফুর রহমান।
শ্যামলী পরিবহনের শ্রীমঙ্গলের পরিচালক বিকুল চক্রবর্তী জানান, চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে সমুদ্র কন্যা কক্সবাজারে যাওয়ার জন্য যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয় সেই ভোগান্তি নিরসনের লক্ষ্যে শ্যামলী পরিবহন হিনো ১জে প্লাস একটি গাড়ী এই রুটে সংযুক্ত করেছে। আশা করছি এই গাড়ী চালু হওয়ায় পর্যটক যাত্রীদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।শ্যামলী পরিবহন সূত্রে জানা গেছে প্রতিদিন গাড়ীটি সিলেট থেকে সাড়ে আটটায় ছেড়ে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল সাড়ে দশটায় পৌঁছাবে এবং সকাল সাতটায় গিয়ে কক্সবাজার পৌঁছাবে। এছাড়াও প্রতিদিন এই রুটে মোট চারটি এসি-নন এসি গাড়ী চলাচলের বিষয়টি প্রক্রিয়াধীন। শ্রীমঙ্গল থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৫০ টাকা।