অগ্রযাত্রা সংবাদঃ : দেশে শিক্ষার উন্নয়নে বর্তমান আওয়ামীলীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন করছে। অসংখ্য নতুন বিদ্যালয় স্থাপন ও বিদ্যালয় সমুহের ভবন নির্মাণসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। কমলগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও এর ছোঁয়া লেগেছে। তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। মঙ্গলবার কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
মঙ্গলবার ৫ জানুয়ারি বেলা ২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে নতুন জাতীয়করণকৃত ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও বদরুল ইসলাম রুবেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান, কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুর ইসলাম (রেনু), পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াহজ আহমদ প্রমুখ। আলোচনা সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার শ্রেষ্ট সমাজ সেবক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, পতনঊষার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নারায়ন মল্লিক, পতনঊষার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, স্থানীয় ইউপি সদস্য মো. আশিক মিয়া প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়) প্রকল্পের আওতায় ধূপাটিলা সরকারি প্রাথমকি বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন সম্পন্ন হয়েছে। এর প্রাক্ষলন ব্যয় ছিল ৬৬ লাখ টাকা। বিদ্যালয় ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হলে ফিতা কেটে ও নবনির্মিত ভবনের নাম ফলক উন্মোচন করেন। আলোচনা সভার শুরুতে বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল মোত্তাকিনের নেতৃত্বে শিক্ষক শিক্ষিকারা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. এম এ শহীদ এম.পি আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করে গেলে আজীবন মানুষ মনে রাখবে। তেমনি এই এলাকার কৃতি সন্তান ভাষা সৈনিক ও প্রবীন রাজনীতিবিদ মফিজ আলী আজ মানুষের হৃদয়ে চির জাগরুক হয়ে আছেন। এভাবে জনগণের কল্যাণে কাজ করে ত্যাগী হওয়ার জন্য তিনি দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।