অগ্রযাত্রা সংবাদঃ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার-কমলগঞ্জ ভায়া চৈতন্যগঞ্জ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার ৬ জানুয়ারী সড়ক রক্ষণা বেক্ষণ কাজের উদ্বোধন করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) বাস্তবায়নাধীন ১ কোটি ৩২ লক্ষ ২১ হাজার টাকা ব্যয়ে উপজেলার মুন্সীবাজার-কমলগঞ্জ ভায়া চৈতন্যগঞ্জ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়। এসময়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, এলজিইডি কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, কমলগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।