জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া'র নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশের পরিচালনায় সঙ্গীয় অফিসার এসআই কাজী আরিফ আহমেদ , এএসআই মুকুন্দ দেববর্মা, কং/১০২২ আতাউর রহমান, কং/৮৩৮ মো. ইমরান হোসেন কং/৫৯০ শরীফুল ইসলাম সকলেই জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজারসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময় গত ০৭/০১/২০২১ খ্রি. ১৯.১৫ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ৬ নং আশিদ্রোন ইউপিস্থ শিববাড়ি বাজারের জামিল ভেরাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে ০১ জন আসামী ধৃত করা হয়। ধৃত আসামীর নাম ১। সৌরভ বর্মন (৩০) পিতাঃ খোকন বর্মন, মাতা- আরতি বর্মন, সাং- ডাক বাংলা পুকুর পাড়, থানা- শ্রীমঙ্গল, জেলা - মৌলভীবাজারকে ২৮ (আটাশ) পিছ ইযাবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে।
বি:দ্র: মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।