ডিমলা, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা মধ্যচর আমুরগোড় জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল বেলা জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন ডোমার-ডিমলা মাটি ও মানুষের নেতা উন্নায়নের কান্ডারী মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার । এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব আতাউর রহমান সরকার (চেয়ারম্যান, ৭নং খালিশাচাপানী ইউনিয়ন পরিষদ), নীলফামারী জেলা পরিষদ সদস্য জনাব আলহাজ্ব সেলিম সরকার (লেবু) সোহরাব হোসেন ( সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগ ,খালিশা চাপানী ইউনিয়ন শাখা), আখতারুজ্জামান আকুল চৌধুরী (সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ,খালিশা চাপানী ইউনিয়ন শাখা), ইউনিয়ন যুবলীগের আহবায়ক রশিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব)/সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র রায় সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ।