জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে মৌলভীবাজারে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১টায় মৌলভীবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং এ মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, আগামী ২৩ জানুয়ারী মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ৫৪২জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান করা হবে। এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ১৫০ জন, কমলগঞ্জ উপজেলায় ৬০জন, শ্রীমঙ্গল উপজেলায় ১০০জন, রাজনগর উপজেলায় ৯০ জন, কুরাউড়া উপজেলায় ৮৫জন, জুড়ী উপজেলায় ৭জন ও বড়লেখা উপজেলায় ৫০জন। জেলা প্রশাসক আরও জানান, প্রতি পরিবারকে ২ শতাংশ জমি ও দুই কামরা, বারান্দা, পাক ঘর বিশিষ্ট একটি ঘর প্রদান করা হবে। সরকারিভাবে এই ঘর নির্মাণে খরচ হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। যারা ঘর ও জমি পাবেন তাঁদেরকে জমির দলিল, পরচা ও নামজারী কাগজপত্র প্রদান করা হবে। আগামী ২৩ জানুয়ারী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৬৬ হাজারেরও বেশি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করবেন