কমলগঞ্জ, মৌলভীবাজার : কমলগঞ্জের মুন্সীবাজারে প্রধান শিক্ষক সত্যেন্দ কুমার পাল (নান্টু) ক্যাশ মানি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টান সম্পন্ন।
আমরা চার জন কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২১ইং এর অনুষ্টান সম্পন্ন। ২৪ জানুয়ারী বিকাল ৩ টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের মুন্সীবাজার (পেট্রোল পাম্প) সংলগ্ন মাঠে অনুষ্টিত হয়।জনি চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,, ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
আব্দুল মোতালিব তরফদার বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মখলিছ মিয়া , ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সদ্যসা মনিকা রায়
খেলার উদ্বোধক ছিলেন কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ কুমার পাল (নান্টু), উক্ত খেলার পরিচালনায় ছিলেন রায়হান আহমদ,ঝুনু আহমদ,শাকিল চৌধুরী,জনি চৌধুরী,সেলিম আহমদ,মহসিন আহমেদ রাজ প্রমুখ। উক্ত উদ্বোধনি খেলায় অংশ গ্রহণ করে থ্রি স্টার রানিরবাজার বনাম জুয়েল একাদশ শ্রীনাথপুর ট্রাইবেকারে জুয়েল একাদশ শ্রীনাথপুর বিজয়ী হয়।
এসময় ক্রীড়া প্রেমিকদের ভীড় ছিল গ্যালারিতে। উক্ত খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন
বাংলাদেশ বাফুফে লাইসেন্স প্রাপ্ত রেফারী মেহেদি হাসান মুরাদ।