নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মীর নাহিদ আহসানের নির্দেশনায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) জনাব মল্লিকা দে এর সার্বিক তত্ত্বাবধানে, জুড়ি উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় ০১ ফেব্রুয়ারি ও ০২ ফেব্রুয়ারি জুড়ি নদী এবং নদীর তীরবর্তী ভূমির অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮০ জন অবৈধ দখলকারীদের নিকট হতে প্রায় ১০ একর সরকারি ভূমি উদ্ধার করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় সহযোগিতা করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
নদী ও নদীর তীরবর্তী দখলমুক্ত ভূমিতে পানি উন্নয়ন বোর্ডের ৬৪ জেলায় নদী-নালা খনন প্রকল্পের আওতাধীন পরিকল্পনাসমূহ বাস্তবায়িত হলে জুড়ি নদীতে প্রাণ ফিরে আসবে বলে সংশ্লিষ্ট সকলে এবং এলাকাবাসী অভিমত ব্যক্ত করেন।