জেলা প্রতিনিধি, পিরোজপুর :: পিরোজপুরে ভান্ডারিয়ায় উপজেলার দক্ষিণ ইকড়ি গ্রামে গত সোমবার রাতে মিজান সাহেব মেজবার একটি মুরগীর খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটে এ অগ্নিকা- ঘটতে পারে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সোয়া বারোটার দিকে আগুন জ¦লতে দেখে তারা ছুটে এসে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই খামারে প্রায় ৪ হাজার মুরগী এবং ৮৩ বস্তা মুরগীর খাবার ছিল বলে ক্ষতিগ্রস্থ মিজানুর রহমান জানান।
ভান্ডাারিয়া ফায়ার সার্ভিসের রিডার মির্জা সাইদুর রহমান জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিটে এ অগ্নিকা- ঘটতে পারে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।