জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : সাড়া দেশের ন্যায় মৌলভীবাজারে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধের টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়েছে। ৭ ফেব্রয়ারি (রোববার) সকালে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রথম করোনা টিকার আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মোর্শেদ ,তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারথি দত্ত, উপপরিচালক ডা: বিনেন্দু ভৌমিক, আবাসিক মেডিকেল অফিসার আহমেদ ফয়সাল জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম পর্যাযে করোনাভাইরাস প্রতিরোধমুলক ভ্যাকসিন (টিকা) নেন নেছার আহমেদ এমপি, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মোর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরিফুল ইসলাম, মেয়র মোঃ ফললুর রহমান
প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদসহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সাংবাদিক।
প্রতিদিন (শুক্রবার ও সরকারি অন্যান ছুটি ব্যতীত) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকাদান চলবে। জেলায় কেরোনা টিকা গ্রহন করতে নিবন্ধন করেছেন ৫হাজার ৭শত ৫৪ জন। আজ জেলায় সব মিলিয়ে টিকা নিবেন ৮১৬জন। এরমধ্যে মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালে টিকা গ্রহন করবেন ২৯৭ জন, রাজনগরে ৫০জন, কুলাউড়ায় ৩৯জন, বড়লেখা-১০০জন, শ্রীমঙ্গলে ২০০জন, জুড়ী৩০ জন এবং কমলগঞ্জ ১০০জন। করোনা টিকা প্রদানের জন্য সদর হাসপাতালে ৮টি বুথ ও প্রতিটি উপজেলায় থাকবে ৩টি করে বুথ খোলা হয়েছে ।