অগ্রযাত্রা সংবাদ : মৌলভীবাজার মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে চার মামলার সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার মডেল থানা অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক এর দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক পরিমল চন্দ্র দেব এবং পুলিশ পরিদর্শক বদিউজ্জামান এর সার্বিক তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুল ইসলাম, এসআই মোঃ আব্দুল্লাহ আল নোমান, এএসআই খাজা মাঈন উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়।
৪টি সাজা পরোয়ানাভুক্ত ও ৩ টি সিআর মামলার পরোয়ানা আসামী কামাল হোসেন, পিতা-রহমত উল্লাহ, সাং-কলিমাবাদ, থানা ও জেলা- মৌলভীবাজারকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়।