অগ্রযাত্রা সংবাদ :কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন তালামীযের সাধারন সম্পাদক আবু সাঈদ তানজিম এর প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা সম্পন্ন। ১৯ ফ্রেবুয়ারী রাত ৮ ঘঠিকার সময় ৩নং মুন্সীবাজার ইউনিয়ন তালামীযের সাধারন সম্পাদক আবু সাঈদ তানজিম এর প্রবাস গমন উপলক্ষে ৩নং মুন্সীবাজার ইউনিয়ন তালামীয ও মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় তালমীয ও মুন্সীবাজার ইউনিয়ন তালামীযের সভাপতি সায়েক এর পক্ষে থেকে সংবর্ধনা প্রধান করা হয়। উপস্থিত ছিলেন মুন্সীবাজার ইউনিয়ন তালামীযের সভাপতি,সায়েক আহমদ,সাংগঠনিক সম্পাদক, রিয়াজুল ইসলাম, অফিস সম্পাদক,তাহফিম আহমদ,জামান আহমদ,কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় তালামীযের সাধারন সম্পাদক, সামো চৌধুরী প্রমুখ। দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্টান সমাপ্ত হয়।