অগ্রযাত্রা সংবাদঃ মৌলভীবাজার জেলা আইনজীবী (বার) সমিতির নির্বাচনে সভাপতি পদে কামরেল আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল খালিক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী। ১৭৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কামরেল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস ১৮৩ ভোট পেয়ে সহ সভাপতি হয়েছেন। অ্যাডভোকেট আব্দুল খালিক ২১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৭৬ ভোট পেয়ে সহ সম্পাদক হয়েছেন মোঃ মাহবুব আলম।