অগ্রযাত্রা সংবাদঃ মৌলভীবাজারের কমলগঞ্জে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যব। সোমবার (১ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ (র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন) সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার লাউয়াছড়া এলাকার পাকা রাস্তার উপর হতে অস্ত্রসহ কামরুজ্জামান (৩৬)কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মেইড ইন ইউ এস এ লিখা ১ টি রিভলবার, ২৬ টি জিহাদী বই পাওয়া যায় বলে সূত্রে জানা যায়। আটককৃত কামরুজ্জামান ঝিনাইদহ জেলার শৈলকুপা গ্রামের উম্মত আলীর ছেলে। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে। যাহার নং ৩, তারিখ ০২.০৩.২০২১ খ্রিস্টাব্দ।