কমলগঞ্জ প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে চৈত্রঘাট বাজারে রেইনবো পোল্ট্রি কর্তৃক স্থাপনকৃত সিসি ক্যামেরা শুভ উদ্বোধন করা হয়েছে। চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার ৮ মার্চ রাত ৮ টায় চৈত্রঘাট বাজারে ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, বিশেষ অতিথি ছিলেন ১নং রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনেল আহমেদ তরফদার, কমলগঞ্জ থানার সহকারী উপ- পুলিশ পরির্দশক হামিদুর রহমান, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ। চৈত্রঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরনজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাধারন সম্পাদক হারুন রশীদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৈত্রঘাট বাজার ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
পরে সুইচ টিপে অতিথিরা সিসি ক্যামেরার শুভ উদ্বোধন করেন।