জোবায়ের আহমদঃসড়ক পরিবহন আইন, ২০১৮ এর সুষ্ঠু বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিসি অফিস এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ৮ই মার্চ সোমবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজার পৌর শহরের বেজবাড়ী পয়েন্টে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স ও অন্যান্য আনুষঙ্গিক অনুমতিপত্র ব্যতীত মোটরযান চালানো এবং মোটরযান চলাচলে প্রযোজ্য বিধিনিষেধ ভঙ্গের অপরাধে ৫টি মামলায় সর্বমোট ৫হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এসময় মোটরযান চালকদের সতর্ক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটরে ছিলেন মোঃ হাফিজুল ইসলাম খাঁন,মোটরযান পরিদর্শক বিআরটিএ মৌলভীবাজার এবং সার্বিক সহযোগিতা করেন মৌলভীবাজার মডেল থানার সংঙ্গীয়ফোর্সসহ এসআই আবু সায়েম।