অগ্রযাত্রা সংবাদঃ মৌলভীবাজারের পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া'র নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ এর পরিচালনা এবং সঙ্গীয় অফিসার এসআই মোহাম্মদ মাসুক মিয়া, এএসআই মোঃ রেজাউল করিম, এএসআই মোঃ আবুল কাশেম, কং/৮০৮ইমরান হোসেন, কং/৭০২ আবুল বাছেদ রাফি, কং/৫৯০ শরিফুল ইসলাম, কং/ ১০২২ আতাউর রহমান, সকলেই জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজারসহ মাদকদ্রব্য উদ্ধার ও পেশাদার চোর গ্রেফতার বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময় অদ্য ১৪/০৩/২০২১ খ্রি. বিকাল ১৪.২০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার সদর মডেল থানাধীন মেসার্স সাদিয়া লাইব্রেরি ও স্টেশনার্স এর সামনে পাকা রাস্তার উপর থেকে ০১ জন আসামী ধৃত করা হয়, ধৃত আসামীর নাম ১। আব্দুল মুঈম (২০), পিতাঃ মৃত আঃ কাদির, মাতাঃ রাবিয়া বেগম, সাং- পদুনাপুর, (০৪ নং আপার কাগাবালা ইউপি), থানা ও জেলা – মৌলভীবাজারকে ০১ (এক) টি নীল ও কালো রং মিশ্রিত ১৫০ সিসি পালসার মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে। বি:দ্র: মৌলভীবাজারকে অপরাধ মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।