ডেস্ক রিপোর্ট : বাংলাদেশকে অন্যতম আইনপ্রণেতা, সাবেক উপ-প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সংগঠক, বার বার নির্বাচিত সাবেক এমপি, সাবেক আইনমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ব্যারিস্টার মওদুদ আহমেদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওইন্নাইলাহি রাজিউন। বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের চেয়ারম্যান নুরুল আমিন বখস ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।