অগ্রযাত্রা সংবাদঃ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি সদস্য মাহমুদ মিয়ার সভাপতিত্বে ইউপি সচিব সোলেমান হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ-সভাপতি বাবু বিকাশ পাল, ইউপি সদস্য মাইদুর রহমান কাবুল, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল তরফদার, কমলগঞ্জ উপজেলা নবীনলীগের সভাপতি জনি চৌধুরী প্রমুখ। এছাড়াও উপস্তিত ছিলেন ১নংরহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।