নিজস্ব প্রতিবেদক :এবার অমর একুশে বইমেলায় কবি রওশন আরা বাঁশি খূৎহৈবম এর "বেদনায় মলাট বাঁধা" কাব্য গ্রন্থটি প্রকাশিত হয়েছে। ঢাকা বাংলা একাডেমী বই মেলায় বাসিয়া প্রকাশনী ৫৩২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও রকমারি ডটকমে অর্ডার করে দেশের যেকোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করা যাবে।"বেদনায় মলাট বাঁধা" কাব্যগ্রন্থটি কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রকাশ করেছেন সিলেটের সুনামধন্য প্রতিষ্ঠান বাসিয়া প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন কবি পুত্র শিহাব মোস্তাকিম আপন।কাব্যগ্রন্থটি সম্পর্কে কবি বলেন, "সবার জীবনে প্রেম বিরহ আনন্দ বেদনা আছে-- আমার চারপাশে ঘটে চলা হাজারো ঘটনা,স্মৃতি জাগানীয়া অব্যক্ত অনুভূতি,প্রেম ভালবাসা,ভুলা যায় না এমন বেদনার অনেক কথা নিয়ে লেখা হয়েছে কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতা।" কবিতাগুলো পড়ে যদি পাঠকের অনুভূতিতে একটুখানি স্পর্শ করে তবে কবির শ্রম সার্থক হবে। বইটির নামকরণ বিষয়ে তিনি বলেন, হারানো সুখ স্মৃতি,সাম্প্রতিক ভয়াবহতা মহামারি করোনা আর কবির জীবনে অব্যক্ত বেদনাগুলো স্থান পেয়েছে বইটিতে। তাই "বেদনায় মলাট বাঁধা" কাব্যগ্রন্থের কবি তার কবিতায় মনের কথাগুলো সুন্দর করে সাজিয়েছেন এবং প্রতিটি কবিতার ছত্রে ছত্রে সুখ দুঃখ,আশা নিরাশা,জন্মমৃত্যু এবং বেঁচে থাকার অনন্ত আকাঙ্খা প্রকাশ পেয়েছে। বেদনায় মলাট বাঁধা, এখন রুগ্ন সময়, জীবন বড়ই অদ্ভুত, নির্জন নদীর মতো বয়ে চলেছি নীরবে, মেনে চলা জীবন আমার, কবিতার খোঁজে, বেদনার এক মহাকাব্য, আমাকে নির্বাসন দাও, বিষন্নতার সুর বাজে মননে, শরতের আকাশটা আজ মেঘে ঢাকা, লাজুক ইচ্ছে গুলো বেঁচে থাক ভালবাসার ফ্রেমে, ঝরা পাতা যেন বলছে কত কথা, মনে পড়ে সই, কাঁটাতার, একখন্ড জীবনের গল্প, তাদের কষ্টগুলো আমাকে পীড়া দেয়, এভাবে মোট ৬৬টি কবিতা নিয়ে কবির এ কাব্যগ্রন্থ। প্রতিটি কবিতায় খোঁজে পায় "বেদনায় মলাট বাঁধা" কাব্যগ্রন্থটির নামের যথার্থতা। রওশন আরা বাঁশি খূৎহৈবম একজন মণিপুরি মুসলিম নারী কবি।তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন রাজকান্দি পাহাড়ঘেঁষা কোনাগাঁও (খিল) গ্রামে এক সম্ভ্রান্ত মণিপুরি মুসলিম পরিবারে ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন৷ বর্তমানে সিলেট শহরে স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন৷ তিনি ২০০৫ সালে চ্যানেল আই “সেরা রাধুণী ১৪১২" প্রতিযোগিতা অংশগ্রহণ করেন৷ রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মণিপুরি মুসলিম নারীদের মধ্যে প্রথম অংশগ্রহণকারী হিসেবে প্রয়াত রন্ধনশিল্পী সিদ্দিকা কবিরের ভূঁয়সী প্রশংসা পান৷ এছাড়াও তিনি ২০১৯ সনের মার্চ মাসে ভারতে মণিপুর রাজ্যের ইম্ফলে আন্তর্জাতিক মৈতৈ পাঙাল সম্মেলনে অংশগ্রহণ করেন। গত বছর ২০২০ সালের বইমেলায় কবির প্রথম কাব্যগ্রন্হ-"সমুদ্রের কাছে চিঠি" পাঠকমহলে ব্যাপক সাড়া পায় ।