অগ্রযাত্রা সংবাদঃ সোমবার(২৩ মার্চ) রেঞ্জ ডিআইজি অফিস, সিলেট এর সম্মেলন কক্ষে সিলেট রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম সভাপতি হিসেবে উপস্থিত থেকে সিলেট রেঞ্জাধীন জেলা সমূহের বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত সভায় গত ১৯ শে ফেব্রুয়ারি ২০২১ হইতে ২৮শে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত সিলেট বিভাগের চারটি জেলায় সিলেট রেঞ্জ পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন। উক্ত সভায় সিলেট বিভাগের সকল উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সিলেট বিভাগের শ্রেষ্ঠত্বের বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার গ্রহন করেন মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ, মোঃ ইয়াছিনুল হক। সেসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। অফিসার ইনচার্জ, মোঃ ইয়াছিনুল হক জানান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান এর সার্বিক তত্বাবধানে, আমিসহ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও পুলিশ পরিদর্শক (অপারেশন্স)সহ মৌলভীবাজার মডেল থানার সকল অফিসার ও ফোর্সের সমন্বিত প্রচেষ্টার ফলে বিশেষ অভিযানে ভালো ফলাফলের স্বীকৃতি স্বরুপ এই শ্রেষ্ঠত্বের বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার অর্জিত হয়েছে।