ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলায় রয়েছে ব্যাপক আম বাগান এসব বাগানে ফুটছে মুকুল গন্ধ সুরভি।সেই মুকুলের শোভা জরিয়ে রয়েছে জেলার পীরগঞ্জ,রানীশংকৈল,হরিপুর,বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিটি আম্রকাননে। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলার আম চাষী মোঃরাজুর সাথে কথা হলে তিনি জানান বর্তমানে আম বাগানে তেমন বেশি লাভ হচ্ছে না তবে পরিচর্যা করতে অনেক খরচ ব্যায় করতে হয়।গত বছরের চাইতে এবছরে আমের মুকুল পর্যাপ্ত ধরছে যদি প্রাকৃতিক দূর্যোগ না হয় তাহলে ঠাকুরগাঁও জেলাতে আমে ভরপুর হয়ে উঠবে।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে রাজোর বাচোর এলাকায় আম বাগানের ছবি তোলার প্রাক্কালে বিষ্ণু রায় সাংবাদিক কে জানান এবারে আমাদের ঠাকুরগাঁও আমের জন্য শ্রেষ্ঠ।বাগানের ভিতরে দেখা যায় মৌমাছির ও ভ্রমরের গুঞ্জন।