মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
অগ্রযাত্রা সংবাদঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আজ এ মহান দিবসে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।