অগ্রযাত্রা সংবাদঃ
বিপুল উৎসাহ উদ্দীপনা, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় করে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩১ মার্চ সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি নাজমুল হাসান ও বিনাপ্রতিদ্বন্ধিতায় সুরনজিত পাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে সহসভাপতি পদে আকলিছ মিয়া, সহ সম্পাদক মিছলু আহমদ, সাংগঠনিক সম্পাদক শ্রীপদ দেবনাথ মনি, কোষাধ্যক্ষ সত্যধর স্বপন, প্রচার সম্পাদক দিপক দেব, সদস্য পদে জহুর মিয়া, আনসার আলী, কামরুজ্জামান হেলাল ও খতিব আলী নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রভাষক অঞ্জন রায়, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিকাশ পাল। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৭৯ জন, তারমধ্যে ১৬১ জন ভোটার ভোট প্রয়োগ করেন
। বৃহস্পতিবার ১ এপ্রিল বিকালে নবনির্বাচিত কমিটি বাজারের ব্যবসায়ীবৃন্দকে মিষ্টি বিতরণ করেন।