অগ্রযাত্রা সংবাদঃ করোনাভাইরাস মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন ও স্বাস্থ্যবিধি না মানায় টাঙ্গাইলে দুই বাস চালককে আট হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।
তিনি জানান- ‘সরকারি আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করায় দুই বাস চালককে ৭ হাজার টাকা ও স্বাস্থ্যবিধি না মানায় আরও দুই জনকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এ ধরনণর অভিযান অব্যাহত থাকবে।