অগ্রযাত্রা সংবাদঃ বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মীর নাহিদ আহসান এর নির্দেশনা এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানিয়া সুলতানা এর সরাসরি তত্ত্বাবধানে আজ মৌলভীবাজার সদর এর চৌমুহনা এলাকায় রোডে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নয়টি মামলায় মোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধ করা হয়।
এসময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর ১৮ দফা সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে একটি কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম এবং আসমা উল হুসনা। উল্লেখ্য যে, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানে এবং জনসচেতনা বৃদ্ধিতে মৌলভীবাজারে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।