অগ্রযাত্রা সংবাদঃ
করোনা একবার আবার বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে। ২০২০ সালের মতই আবার মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে কারণ এবার করোনার দ্বিতীয় ঢেউ আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তাই একটু অসতর্ক হলেই এর দাপটের মুখে পড়তে হবে আপনাকে। এই মুহূর্তে একটাই উপায় আপনাকে বাঁচাতে পারে। সেটা হলো জীবনযাত্রায় পরিবর্তন। খাবারের প্রতি সতর্ক হতে হবে।
খাবার থেকেই আসে পুষ্টি। তাই সঠিক পুষ্টি সঠিক সময়ে সঠিক মাত্রায় আমাদের দেহে যাতে ঢোকে সেই জন্যে কোন খাবার কতটা খাওয়া উচিত সেই সম্পর্কেও একটা ধারণা থাকা উচিত আপনার। এর মধ্যে গরম পড়তেই পেটের সমস্যা ও দেহ শুকিয়ে যাওয়ার সমস্যা লেগেই থাকে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতেই হবে এই সময়ে। দেখুন সেই সঠিক ডায়েটে কী রাখবেন।
১. করোনা থেকে বাঁচতে ডায়েটে তাজা ফল, শাক ও সব্জি রাখতেই হবে রোজ। এগুলি থেকে প্রোটিন, ভিটামিন অ্যান্টি অক্সিডেন্ট, খনিজ পুষ্টি পাবেন।
২. ডাল, বিনস, বাদাম, বাজরা, ওটস, গম, ব্রাউন রাইস, আলু রাখুন খাবারের পাতে।
৩. অন্তত প্রতিদিন দুই কাপ ফল, আড়াই কাপ সব্জি, ১৬০ গ্রাম মাংস খেতেই হবে। সপ্তাহে দুইদিন রেড মিট, আবার ২-৩ বার চিকেন খেতে পারেন। বিকেলে খিদে পেলে কাঁচা সব্জি সেদ্ধ করে বা গোটা কোনো ফল খেতে পারেন। সব্জি বেশি রান্না করবেন না। বেশি নুন দেবেন না।
৪. শরীরের আদ্রতার জন্যে জল পানের দিকে নজর দেবেন। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেও জল দরকার। দিনে অন্তত ৮-১০ গ্লাস জল পান করবেন। ফল বা জলীয় সব্জি থেকেও জলের আদ্রতা পেতে পারেন। লেবু জল বা ডাবের জল খুব ভালো এই সময়ে পান করা। সোডা, কফি, কোল্ড ড্রিংক, সফট ড্রিংক খুব সীমিত পরিমাণে পান করুন।
৫. যেসব মাছে তেল আছে, মাখন, তেল, ক্রিম, চিজ ও ঘিয়ে পাওয়া স্যাচুরেটেড ফ্যাটের জায়গায় ডায়েটে আনস্যাচুরেটেড মাছ, বাদাম তেল, অ্যাভোকাডো, কর্ন অয়েল রাখুন। কম তেল আছে এমন মাছ খেলে ত্বকের গ্লো বাড়ে। সংরক্ষিত মাংস কিনবেন না।