অগ্রযাত্রা সংবাদঃ মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর (টিলাগাঁও) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালমা বেগম (১৪) নামে ৮ম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে দিন মজুর মিনার মিয়ার মেয়ে ও ইসলামপুর ইউনিয়নের পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার সকালে বাড়ির রান্নাঘরে এ ঘটনাটি ঘটে। জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে মা-বাবা সেহরী খেয়ে ঘুমিয়ে পড়লে সকালে সালমা বেগম উটে রান্না ঘরে গিয়ে ছোট ভাইদের জন্য নাস্তা তৈরী করতে যায়। এসময় একটি ভাঙ্গা স্যুইচ বোর্ডে স্যুইচ দেয়ার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে বাঁচার জন্য হাল্লা চিৎকার করে। এসময় মা নাজমা বেগম ঘুম থেকে উঠে দেখেন মেয়েটি বিদ্যুতায়িত হয়েছে। তার বাবা মিনার মিয়া উঠে দ্রুত বিদ্যুতের মেইন স্যুাইচ বন্ধ করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।