শাব্বির এলাহীঃ
ক্রস বাঁধ নির্মাণের কারণে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালারায়বিলের হাওরে বোরো ধানের বাম্পার ফলন। সময়মতো পানির অভাবে বিগত কয়েক বছর বোরো মৌসুমে অনাবাদি পড়ে থাকে বিস্তীর্ণ জমি । চলতি মৌসুমে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কালারায়বিল গ্রামের ডালুয়াছড়ায় ইউপি চেয়ারম্যান এম,এ, হান্নানের উদ্যোগ ও আন্তরিকতায় একটি ক্রসবাঁধ নির্মাণ করা হয়েছিলো। স্থানীয় কৃষি উপ সহকারী কর্মকর্তা পূর্ণ চন্দ্র সিংহ জানান, এ ক্রসবাঁধেের কারণে ও কৃষি প্রণোদনায় ব্রি ২৮ ও ব্রি ৪৮ এবার হেক্টর প্রতি ৫ মেট্রিক টন করে ফলন হয়েছে। নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় আদমপুর ইসলামপুর দুই ইউনিয়নের শতাধিক কৃষক প্রায় ২০০ একর জমিতে বোরো আবাদ করে লাভের মুখ দেখছে। ইসলামপুর ইউপি চেয়ারম্যান এম,এ,হান্নান বলেন, আসলে কৃষকরাই বাংলাদেশের প্রাণ। আমার ইউনিয়নের কৃষির সার্বিক উন্নয়নে আমি বিভিন্ন জায়গায় ক্রসবাঁধ নির্মাণসহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছি। বুধবার সকালে সোনালী ধান ক্ষেতে কৃষকদের সাথে চেয়ারম্যান এম,এ,হান্নান, প্যানেল চেয়ারম্যান মৃণাল কান্তি সিংহ, আদমপুর এম,এ,ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্ম মোহন সিংহ ও কৃষি উপ সহকারী কর্মকর্তা পূর্ণ চন্দ্র সিংহ ও আমি।