নিজস্ব প্রতিবেদকঃ
২৯/০৪/২০২১ তারিখ খ-সার্কেলের অভিযানে চন্দনাইশে ৯০০ পিস ইয়াবা সহ আটক ১। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ৯০০ (নয়শত) পিস ইয়াবা সহ টেকনাফ পৌরসভা এলাকার মঞ্জুর আলম(৫৩), পিতাঃ মৃত লাল মিয়া, মাতাঃ মৃত লাল মতি, সাংঃ নাজির পাড়া, ওয়ার্ড নং-০৮, টেকনাফ পৌরসভা, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার কে বিকাল প্রায় ০৫ঃ১৫ ঘটিকায় গ্রেফতার করে ০১ টি নিয়মিত মামলা দায়ের করা হয়। সে চট্টগ্রামের উদ্দেশ্যে হাইয়েচ মাইক্রোবাস করে ইয়াবাগুলো ট্রানজিট কালে বি জি সি ট্রাস্ট মেডিকেল কলেজের সামনে থেকে গ্রেফতার করা হয়। ইতিপূর্বেও সে ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে।