অগ্রযাত্রা সংবাদঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের(বড়চেগ ছয়কুট প্রবাসী সংগঠন) -এর সকল সদস্য বৃন্দের আর্থিক সহযোগিতায় ছয়কুটের একজন অসহায় রুগীকে চিকিৎসার জন্য ২১/০৫/২০২১ তাং নগদ ২৩ হাজার টাকা প্রদান করা হয় । এসময় উপস্থিত ছিলেন বড়চেগ এলাকার প্রবীণ মুরব্বি সাবেক ইউপি সদস্য আজমত উল্লাহ, ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আজির
উদ্দিন, বড়চেগ ছয়কুট প্রবাসী সংগঠনের সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ, প্রতিনিধি মাওঃ আবুল খায়ের, ক্বারী বেলাল আহমেদ, ইকবাল হোসেন, মামুন আহমেদ প্রমুখ। আর্থিক অনুদান প্রদান শেষে অসুস্থ রোগীর জন্য দেশ বিদেশের সবার কাছে দোয়া কামনা করা হয়।
উল্লেখ্য বড়চেগ ছয়কুট প্রবাসী সংগঠন দীর্ঘদিন যাবত মানবতার কল্যাণে কাজ করে সুনাম অর্জন করেছে।