নিজস্ব প্রতিবেদকঃ ছেলের মৃত্যুর প্রায় ১২ ঘন্টার ব্যবধানে মৌলভীবাজার জেলার রাজনগরে মারা গেছেন এক মা। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
রাজনগরের পাঠানটুলা বকস বাড়ির মোস্তফা বকস এর ছোট ছেলে সোহেল বকস সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩শে মে রবিবার সকালে মৃত্যু বরন করেন। রাত ৮ঃ৪৫ মি: এর দিকে তার মা ষ্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।জানা যায় তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে কিছুদিন আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।